শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

লা লা ল্যান্ড

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

একাধিক পুরস্কার জয়ী ‘হুইপল্যাশ’ (২০১৪) চলচ্চিত্রের জন্য খ্যাত ডেমিয়েন শাযেল পরিচালিত মিউজিকাল কমেডি ফিল্ম ‘লা লা ল্যান্ড’। ‘গাই অ্যান্ড ম্যাডেলিন অন পার্ক বেঞ্চ’ (২০০৯) শাযেল পরিচালিত আরেক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তিনি এছাড়া একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।
এটি মিয়া (এমা স্টোন) আর সেবাস্টিয়ানের (রায়ান গসলিং) এরা দুজনই বিনোদন জগতকে নিয়ে আছে, তবে এই জগতকে নিয়ে তাদের হতাশাও বিশাল। মিয়া একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেতে চায়। আর এজন্য তার চেষ্টার কোনও কমতি নেই। একের পর এক অডিশন দিয়ে চলছে সে। তবে ফাঁকে সে হলিউডে স্টুডিও এলাকাতে অবস্থিত একটি কফি শপে কাজ করে। অন্যদিকে সেবাস্টিয়ান একজন খেয়ালি জ্যাজ পিয়ানিস্ট। তার পেশায় কোনও ফাঁকে নেই। পুরো উৎসর্গপ্রাণ সে পেশার প্রতি। তবে গোঁয়ার্তুমির কারণেও বোধ হয় পেশায় সে উন্নতি করতে পারেনি। তার জীবনের স্বপ্ন হল একদিন সে তার নিজের একটি জ্যাজ ক্লাব প্রতিষ্ঠা করবে। মিয়া আর সেবাস্টিয়ানের প্রায়ই দেখা হত। শেষ পর্যন্ত তারা মেলামেশা শুরু করে। মিয়া ক্রমে জ্যাজ সঙ্গীতকে ভালবাসতে শুরু করে পাশাপাশি আরেকটি অডিশনে ব্যর্থ হবার পর সে নিজের ওপর তার বিশ্বাস হারাতে শুরু করে। তবে তার ওপর সেবাস্টিয়ানের বিশ্বাস নষ্ট হয়নি। সে জানে মিয়া একদিন সাফল্য পাবেই। সে মিয়াকে আরেকবার চেষ্টা করার জন্য রাজি করিয়ে ফেলে। কিন্তু মিয়ার ধারণা সে তাকে ত্যাগ করতে যাচ্ছে কারণ সেবাস্টিয়ান একটি জনপ্রিয় ব্যান্ডে কিবোর্ড বাদকের কাজ পেয়েছে। প্রতিষ্ঠা পাবার জন্য দুজনের চেষ্টা আর ভিন্নমত তাদের মধ্যে বাধার প্রাচীরে পরিণত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন