রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আজ থেকে বিটিভিতে রিয়েলিটি শো ‘গল্প নয় সত্যি’

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: বিটিভিতে আজ থেকে প্রতি সোম ও বুধবার প্রচারিত হবে তথ্যনির্ভর বিশেষ রিয়েলিটি শো ‘গল্প নয় সত্যি’। প্রতি সোমবার রাত ৯টা ৩০ মিনিটে থাকছে অনুষ্ঠানটির প্রথম প্রচার। বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে পুনরায় প্রচারিত হবে সোমবার প্রচারিত পর্বটি। এইচডিটিভি (হিউম্যান ডেভেলপম্যান্ট টেলিভিশন) প্রোগ্রামস ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর কারযালয়ের এটুআই (এক্সেস টু ইনফরমেশন)-এর সহযোগিতায় তৈরি হয়েছে বিটিভির এই অনুষ্ঠানটি। সারা দেশের প্রান্তিক জনগোষ্ঠীদের মাঝে যারা দেশ ও মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, যারা স্বশিক্ষায় আর নিজ তারনায় উদ্ভাবন করে যাচ্ছেন অসাধারণ সব উদ্ভাবনী তাদের নিয়েই মূলত এই অনুষ্ঠান। অনুষ্ঠানের আজকের পর্বটি তৈরি হয়েছে রাঙ্গামাটির তিলোকানন্দ মহাথেরো নামের একজন সাদামনের মানুষকে নিয়ে, যিনি সমাজের অনাথ শিশুদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। গড়ে তুলেছেন কাচালং শিশু সদন। এছাড়াও অনুষ্ঠানের প্রতি পর্বে থাকছেন দুজন করে তারকা অতিথি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আজকের পর্বে অতিথি হয়েছেন অভিনেত্রী সুমাইয়া শিমু ও কণ্ঠশিল্পী রাজিব। পরবর্তী পর্বগুলোতে অতিথি হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, অভিনেতা আফজাল হোসেন, নিরব, কণ্ঠশিল্পী সুবীর নন্দী, ফরিদা পারভীন, চন্দনা মজুমদার, সামিনা চৌধুরী, রাহুল, কোনাল, নৃত্যশিল্পী শিবলি মহম্মদ ও শামীম আরা নীপা প্রমুখ। অনুষ্ঠান গবেষণায় এম এস রানা ও ড. নজরুল ইসলাম। উপস্থাপনায় মনোজ কুমার। অনুষ্ঠানটির পরিচালনা করেছেন মাহফুজা আক্তার। বিভিন্ন পর্বের প্রযোজক শফির হোসেন, কামাল উদ্দিন আহমেদ, মামুন মাহমুদ ও লুৎফর রহমান রবিন। উল্লখ্যে, ‘হিউম্যান ডেভেলপমন্টে টেলিভিশন প্রোগ্রাম’ স¤প্রচাররে মাধ্যমে মানব উন্নয়ন সংশ্লষ্ট বিভিন্ন বিষয়গুলো জনসাধারণের সামনে তুলে ধরা হবে। যার মধ্যে রয়েছে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, কমিউনিটি ডেভেলপমেন্টের মতো বিষয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন