বিদ্যা বালান অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘কাহানি টু’ বেশ প্রশংসা পেয়েছে তবে এটি বাণিজ্যিকভাবে আগের ফিল্মটির তুলনায় পিছিয়ে ছিল। এর আয়কে গড় বলাই বরং শ্রেয়।
এখন তিনি তার আগামী ফিল্ম ‘বেগম জান’-এর মুক্তির প্রতীক্ষায় আছে। এই ফিল্মটিতে তিনি এক নিষিদ্ধ পল্লীর সর্দারনীর ভ‚মিকায় অভিনয় করেছেন।
এই চলচ্চিত্রটি নিয়েই তার সব সতর্কতা। এক সূত্র বলেছে, “বিদ্যা চলচ্চিত্রটি ঘিরে যত বিষয় দেখা সম্ভব যাচাই করে নিচ্ছেন। তিনি এমনকি চলচ্চিত্রটির সম্পাদনা এবং আরও কিছু কারিগরি দিকও পর্যবেক্ষণ করেছেন। নির্মাতারা তার অনুমোদনের অপেক্ষায় আছে এখন। তিনি অনুমতি দিরেও তারা মুক্তির তারিখ স্থির করবে।”
এর আগে জানা গিয়েছিল এই মাসেই ফিল্মটি মুক্তি পাবে। কিন্তু পরে তা মার্চে পেছানো হয়েছে। তবে তারও কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।
আরেক সূত্র বলেছে, “বিদ্যা খুব বেছে কাজ নেন এবং তার প্রত্যাশাও থাকে স্থির। আর তাই তিনি এসব ব্যাপারে খুব সতর্ক।”
সৃজিত মুখার্জি পরিচালিত চলচ্চিত্রটি তারও বাংলা চলচ্চিত্র ‘রাজকাহিনী’র (২০১৫) হিন্দি সংস্করণ। এটি প্রযোজনা করেছেন মহেশ ভাট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন