শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন গান নিয়ে আসছেন শাহানা কাজী

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত বছরটা বেশ ব্যস্ততায় কেটেছে প্রবাসী সংগীত শিল্পী শাহানা কাজীর। গত বছর কানাডার টরন্টো থেকে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘ভালোবাসার কথা’। অ্যালবামটির কিছু গানের ভিডিও প্রকাশ করা হয় এই বছর তার সোশ্যাল মিডিয়া সাইটে। এর মধ্যে তার ‘অনুশোচনা’, ‘পুড়ে পুড়ে খাঁটি’ এবং ‘ভালোবাসার কথা’ শীর্ষক গান তিনটি বেশ জনপ্রিয়তা পায়। অনুশোচনা গানটি প্রচার করা হয় বিভিন্ন বাংলাদেশী টিভি চ্যানেলে। এ প্রসঙ্গে শাহানা কাজী বলেন, নিজের গান করার পাশাপাশি গত বছর কানাডায় বলিউডের সংগীত শিল্পী সুনিধি চৌহান ও আয়ুষ্মান খোরানার সঙ্গে একই মঞ্চে লাইভ পারফর্ম করার সুযোগ হয়েছে। এছাড়া পাকিস্তানের আতিফ আসলামের সঙ্গেও কনসার্ট করা হয়েছে টরন্টোর হারশী সেন্টারে। কয়েক মাস আগে বলিউডের সঙ্গীত আইকন মিকা সিং আমার সঙ্গে সাক্ষাৎ করেন এবং আমার সঙ্গে একটি দ্বৈত গান করতে আগ্রহ প্রকাশ করেন। বলিউড কনসার্ট ছাড়াও গত ডিসেম্বরে ‘বাংলাদেশ এসোসিয়েশন অব টরন্টো, অন্টারিও’ আয়োজিত বিজয় দিবস অনুষ্ঠানে লাইভ পারফর্ম করে শ্রোতাদের বেশ আনন্দ দিতে পেরেছি। সব মিলিয়ে স্মরণীয় এবং সার্থক একটি বছর ছিল আমার জন্য। নতুন বছরে আরও বেশকিছু নতুন বাংলা গান শ্রোতাদের জন্য প্রস্তুত করছেন তিনি। বর্তমানে তার দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে কাজ করছেন তিনি। নতুন সবগুলো গান রেকর্ড করা হবে উত্তর আমেরিকার সেরা এক রেকর্ডিং স্টুডিওতে। ফেসবুকে তার ফলোয়ার এখন প্রায় এগারো লাখ। বাংলাদেশের নারী কণ্ঠশিল্পীদের মধ্যে তারই প্রথম এক মিলিয়ন ফেসবুক ফলোয়ার হয়। এছাড়াও তিনিই প্রথম সাউথ এশিয়ান কানাডিয়ান কণ্ঠশিল্পী যার ফেসবুক ফলোয়ারের সংখ্যা এক মিলিয়ন অতিক্রম করেছে। বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ৫০টি দেশে ভক্ত রয়েছে জনপ্রিয় বাংলাদেশী কানাডিয়ান এই কণ্ঠ শিল্পীর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন