রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নতুন বছরেও সাউন্ডটেক আরো নতুন কিছু উপহার দেবে-সুলতান মাহমুদ বাবুল

| প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দেশের অন্যতম প্রধান অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক ২০১৬ সালের গানের বাজারে পুনরায় সরব হয়ে ওঠে। বড় এবং মাঝারি বাজেটে জনপ্রিয় শিল্পীদের বেশ কিছু অ্যালবাম বাজারজাত করে অডিও ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা যোগ করে। সালের হিসেবে গানের বাজারে অন্য যে কোন অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের চেয়ে সাউন্ডটেক প্রকাশিত অ্যালবামগুলো ভালো সাড়া জাগায়। প্রতিষ্ঠানের কর্ণধার সুলতান মাহমুদ বাবুল বলেন, ‘গানের বাজার এখনো আগের স্টাইলে চলে না। টেলিকম এবং ইউটিউবে চ্যানেলের মাধ্যমে এখন গান বাজারজাত হচ্ছে। এর সুফলটাও অডিও প্রযোজকের চেয়ে মধ্যস্থতাকারীরাই বেশি ভোগ করছেন। তার পরেও আমরা চেষ্টা করছি এবং আমি বিশ্বাস করি অডিও ইন্ডাস্ট্রি আবারও আগের মত সরব হবে এর জন্য সাউন্ডটেক অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছে। গত বছর সাউন্ডটেক থেকে প্রকাশিত অ্যালবামগুলো শ্রোতামহলে বেশ সাড়া জাগায়। নতুন বছরেও দেশের সেরা শিল্পীদের কণ্ঠে সাউন্ডটেক নতুন নতুন অ্যালবাম উপহার দেবে।’ ২০১৬ সালে প্রকাশিত আহমেদ রিজভীর লেখা নাজির মাহমুদের সুরে ন্যান্সির ‘ভালবাসো বলেই’, জুলফিকার রাসেলে লেখা ইমরান এবং ভারতীয় শিল্পী পুলক মুচ্ছালের ‘সবাই চলে যাবে’, ইমরান ন্যান্সির ‘বলো না একবার’ কাজী শুভর ‘তুই আমার সব’ বেলাল খান এবং মেরীর ‘মনের ঘরে প্রেম’ সবচেয়ে বেশি সারা জাগানো গান হিসেবে ইউটিউব ভিউয়ার্সে লক্ষ্য করা যায়। এছাড়া ন্যান্সি এবং এফ এ সুমনের দ্বৈত অ্যালবাম ‘অনুভব’, দেলোয়ার আরজোদা শরফের কথা এবং অভি আকাশের সুরে কাজী শুভ-মমতাজ-পারভেজের ‘তুই আমার সব’, জুলফিকার রাসেল, সোমেশ্বর অলি ও আবু সায়েমের লেখায় ‘আদর আদর ভালবাসা’ ডলি সায়ন্তনীর নতুন ‘একলা হবি’ ও ভালো সফলতা লাভ করে। ইমরান-ন্যান্সি, বেলাল খান-পড়শী, তুহিন-নন্দিতার মিশ্র অ্যালবাম ‘এক পৃথিবী প্রেম’ আশাতীত সফলতা পায়। এছাড়া কিশোর শাহীনের সুরে ‘কোন জলে ভাসবো’ পলাশ-রিজিয়ার ‘বলবো তোকে ভালবাসি, চন্দ্রবিন্দু, প্রমিথিউসের আমর ‘কোন টেনশন নাই’, অবসকিউরের ‘এক প্লাটুন’ ‘বিডি এক্স প্রেস’ শীর্ষক অ্যালবামগুলো শ্রোতাদের আকৃষ্ট করে। এছাড়া নতুন বছরের শুরুতেই আলোচিত শিল্পী তাহসান কণ্ঠে সাউন্ডটেক মুক্তি দিচ্ছে ‘স্বল্প কথার গল্প’ শিরোনামের একটি এক্সক্লুসিভ অ্যালবাম। ওমর ফয়সাল বিশালের কথায় এর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন জয় শাহরিয়ারের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন