শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ইজিলোডের মাধ্যমে গুনগুন সেবা গ্রহণ করতে পারবেন রবি গ্রাহকরা

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রবি গ্রাহকরা ৫৭ টাকা ইজিলোডের মাধ্যমে রিচার্জ করে এক মাসের জন্য গুনগুন ও আমার গুনগুন সেবা উপভোগ করতে পারবেন। এ ছাড়া বছরজুড়ে গুনগুন ও আমার গুনগুন উভয় সেবায় একটি নির্দিষ্ট গান ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে প্রথম বারের মতো একমাত্র রবিই রিটেইলারদের কাছ থেকে ইজিলোডের মাধ্যমে রিং ব্যাক টোনসেবা চালু করল। অফরটি গ্রহণ করার পর বোনাস হিসেবে গুনগুন ও আমার গুনগুন সেবা চালু হয়ে যাবে এবং রিচার্জের পুরো টাকা ফি হিসেবে গ্রহণ করা হবে। কেউ একই বান্ডেলের জন্য আবারো রিচার্জ করলে, অফারটি ইতোমধ্যে তিনি গ্রহণ করেছেন বলে জানিয়ে দেয়া হবে। অফারটি গ্রহণের মাধ্যমে নিয়মিত গ্রাহকরা যে সুবিধাগুলো উপভোগ করছেন তারাও সেগুলো উপভোগ করতে পারবেন। গুনগুন ও আমার গুনগুন সেবাটি মেয়াদ শেষে পুনরায় চালু করার ক্ষেত্রে গ্রাহকের অনুমতি নেয়া হবে। অফারের মেয়াদ শেষ হওয়ার আগে আউট-বাউন্ড ডায়ালিং (ওবিডি) বা এমএসএসের মাধ্যমে সেবাটি পুনরায় চালু করার জন্য অনুরোধ করা হবে। এক বছরের জন্য যে গানটি বিনামূল্যে অফার করা হবে তা নির্দিষ্ট থাকবে এবং গুনগুন ও আমার গুনগুন উভয় সেবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। বাজার চাহিদা অনুযায়ী ইজি লোড বান্ডলের আওতায় যে গানগুলো অফার করা হয়েছে তাতে পরিবর্তন আসতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন