বিনোদন ডেস্ক: প্রকাশিত হলো তরুণ ও প্রতিভাবান নজরুল সঙ্গীতশিল্পী শুভ জ্যোতি কুন্ডুর প্রথম ও একক নজরুল সঙ্গীতের অডিও অ্যালবাম ‘বিরহগাঁথা’। ১০টি গান নিয়ে অ্যালবামটি প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন। এ উপলক্ষে এক প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। অনুভূতি প্রকাশ করে শুভ জ্যোতি কুন্ডু বলেন- আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে কোরিয়া থেকে উচ্চতর ডিগ্রী নেয়ার পরও নিজেকে ছোটবেলার স্মৃতি থেকে সরাতে পারিনি। তাই আবার নজরুল সঙ্গীতের দিকে আগ্রহী হয়েছি। নজরুল সঙ্গীত নিয়েই আমার ব্যস্ত জীবন কাটাতে চাই। পরে শিল্পী তার প্রথম প্রকাশিত অ্যালবাম থেকে কয়েটি গান উপস্থিত অতিথিদের জন্য সরাসরি গেয়ে শোনান। সিডিতে গানগুলোর মধ্যে রয়েছে- মোর প্রথম মনের মুকুল, বঁধু তোমার আমার এই যে বিরহ, ফিরে ফিরে কেন তারি স্মৃতি, যারে হাতে দিয়ে মালা, জানি জানি প্রিয় এ জীবনে, নয়ন ভরা জল গো তোমার, মোরা আর জনমে হংস মিথুন ছিলাম, ভুলে যেয়ো ভুলে যেয়ো, হে প্রিয় আমারে দিবনা ভুলিতে এবং হে প্রিয় তোমার আমার মাঝে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন