বিনোদন ডেস্ক: প্রায় দেড় মাস অবসর কাটিয়ে শূটিংয়ে ফিরেছেন মডেল-অভিনেত্রী সুজানা জাফর। অবসর কাটাতে তিনি দুবাই গিয়েছিলেন। সেখানে তার স্বজনরা থাকেন। তাদের সঙ্গে কিছুদিন সময় কাটিয়ে দেশে ফিরেছেন। সুজানা বলেন, কয়েকটি এক ঘণ্টার নাটকে কাজের কথা চলছে। তবে শিডিউল মেলাতে একটু সমস্যা হচ্ছে। তিনি বলেন, আমি ভালো ভালো খÐ নাটক ও বিজ্ঞাপন করতে চাই। আপাতত কোনো ধারাবাহিকে কাজ করছি না। ধারাবাহিকে কাজ করে আমি তৃপ্তি পাই না। তাছাড়া কাজের কোনো মিল খুঁজে পাই না। এই আছি, আবার এই নেই। তাই আপাতত কোনো ধারাবাহিকে কাজ করা ইচ্ছে নেই। সুজানা মিউজিক ভিডিওতে সর্বশেষ মডেল হয়েছেন, কেউ না জানুক গানে। এটি প্রকাশিত হয় ১ ডিসেম্বর। কণ্ঠশিল্পী তাহসানের গাওয়া এই গানে সুজানার সঙ্গে ছিলেন এবিএম সুমন। ইতোমধ্যে ইউটিউবে গানটি দেখেছেন ২০ লাখের কাছকাছি দর্শক। এছাড়া তার করা অমিতাভ রেজার নির্দেশায় ভিওলা সয়াবিন তেলের একটি বিজ্ঞাপন প্রচারের অপেক্ষায় আছে। সুজানা বলেন, আমি কাজ নির্বাচনের ক্ষেত্রে রুচিশীল। আমার কাছে ভালো কাজের অফার এলে সানন্দ্যে গ্রহণ করি। আর এটাই করে থাকি সবসময়। তাই সংখ্যা কম হলেও আমার প্রতিটি কাজই দর্শক গ্রহণ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন