বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আজ থেকে জাহিদ হাসানের ধারাবাহিক রাজু ৪২০

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আজ থেকে এটিএন বাংলায় শুরু হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘রাজু ৪২০’। ধারাবাহিকটি শনি থেকে সোমবার রাত ১০টা ৫৫ মিনিটে প্রচার হবে। জাকির হোসেন উজ্জলের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন জাহিদ হাসান। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন অর্ষা, তারেক স্বপন, রাশেদ মামুন অপু, আলী রাজ, শবনম পারভিন, লুৎফর রহমান জর্জ, আনিসুর রহমান, শামীম হোসেন, মমিন বাবু এবং জাহিদ হাসান নিজে। এ ছাড়াও প্রতিটি অভিযানে যুক্ত হবেন ভিন্ন ভিন্ন শিল্পী। রাজু একজন দুর্ধর্ষ প্রতারক। বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে ঠকিয়ে তাদের কাছ থেকে টাকা আত্মসাৎ করাই তার লক্ষ্য। রাজু নামের পাশাপাশি সাইদুল ইসলাম, আরেফিন আহমেদ, ইসতিয়াক আহমেদ, আবুল কাসেম ইত্যাদি নানা নাম বিভিন্ন সময়ে ব্যবহার করে সে। এমনকি এসব নামের ভিজিটিং কার্ড এবং আইডি কার্ডও সে সংগ্রহ করে রাখে। নিজের কাজের সুবিধার জন্য সে কখনো পুলিশ, কখনো উকিল, কখনো ডাক্তার, কখনো ভিক্ষুক, কখনো রিকশাওয়ালা, কখনো সচিব, কখনো মন্ত্রীর পিএস আবার কখনো ম্যাজিস্ট্রেটের রূপ ধরে। সব ধরনের পোশাকই আছে তার। জানে বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা। সময় এবং সুযোগ বুঝে ব্যবহার করে। কখনো অতি বোকা কখনো অতি চালাক এবং কখনো সিজনাল পাগল সাজে। কখনো গোঁফওয়ালা, কখনো গোঁফ ছাড়া, চুল-দাড়ি পরিবর্তনসহ বিভিন্ন গেটাফে দেখা যায় তাকে। এমনকি প্রতিবন্ধীও সাজে। প্রচÐ বুদ্ধিমান একজন প্রতারক হওয়ায় আজ পর্যন্ত বড় ধরনের কোনো বিপদে পড়তে হয়নি। দু-একবার পুলিশের হাতে ধরা পড়লেও বুদ্ধির কারণে কৌশলে ঠিকই পার পেয়ে যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন