রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মিসবাহ-শোয়েবের কড়া জবাব

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : এমনিতেই অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হয়ে মন ভালো নেই পাকিস্তানিদের, এর উপর চ্যাপেল বড় ভাইয়ের বেফাঁস মন্তব্যে রিতিমত বিষ্মিত মিসবাহ-উল-হক। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে লেখা কলামে চ্যাপেলের এক হাত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক। একজন ক্রিকেট বোদ্ধা হয়ে চ্যাপেল এমন মন্তব্য কিভাবে করেন ভেবে পাচ্ছেন না মিসবাহ। চ্যাপেলের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন সাবেক গতি তারকা শোয়েব আখতারও।
টেস্টে ৩-০ ব্যবধানে হারের পর পাকিন্তানকে সমালোচনা করে ইয়ান চ্যাপেল বলেনÑ পাকিস্তান যদি নিজেদের ক্রিকেটের মান বাড়াতে না পারে তবে অস্ট্রেলিয়ার উচিত তাদের সফরে না ডাকা। জবাবে মিসবাহ তার কলামে বলেন, ‘উপমহাদেশে যদি অস্ট্রেলিয়া বার বার ধবলধোলাই হতে থাকে, তাহলে কি ইয়ান চ্যাপেলের মন্তব্য অনুযায়ী আমরা বলেতে পারি যে অস্ট্রেলিয়ার উপমহাদেশে যাওয়া উচিত নয়!’
পাক টেস্ট অধিনায়কের প্রশ্ন, ‘যতি সাত বছর পর পর আমরা অস্ট্রেলিয়া সফর করি (২০০৯-১০ সালে সর্বশেষ অস্ট্রেলিয়া সফর করেছি) হতালে আমরা কিভাবে উন্নতি করব? পরের বার যখন আমরা অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে আসব তখন দলে থাকবে ৮-৯ জন নতুন খেলোয়াড়। বর্তমান দলের মাত্র ২-৩ জন খেলোয়াড় সেই দলে থাকতে পারে। আমার মনে হয় দুই সফরের মাঝে অনেক বিরতি হয়ে যাচ্ছে। আমরা অস্ট্রেলিয়ায় কালে-ভদ্রে আসি। যদি অস্ট্রেলিয়া উপমহাদেশে না যায় আর উপমহাদেশের দলগুলো এখানে না আসে তাহলে উন্নতিটা হবে কিভাবে।’
অস্ট্রেলিয়ার মাটিতে টানা ১২টি টেস্ট হারের পর অমন মন্তব্য করেন চ্যাপেল। গ্যাব্বায় প্রথম টেস্টে কিছুটা লড়াই করলেও পরের দুই ম্যাচে পাকিস্তান হারে দৃষ্টিকটুভাবে। এজন্য সফরকে ‘হতাশাজনক’ ও ‘পাকিস্তানের জন্য ধাক্কা’ বলেন মিসবাহ। তার অধীনে এটাই পাকদের সবচেয়ে হতাশাজনক পারফর্ম্যান্স বলে উল্ল্খে করেন ৪২ বছর বয়সী ব্যাটসম্যান। তবে এর মানে এই নয় যে তাদেরকে সফরে আর ডাকা যাবে না। তিনি বলেন, নিয়মিত সফর না করলে বিদেশের মাটিতে সফলতা পাওয়া কঠিন।’
চ্যাপেলের এমন মন্তব্যের প্রতিবাদে কিছুদিন আগে সাবেক তারকা শোয়েব আখতার তার টুইটার অ্যাকাউন্টে বলেন, ‘চ্যাপেল; মানছি, অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান খুব খারাপ করেছে। ইংল্যান্ড তো কখনো বিশ্বকাপ জেতেনি, তার মানে এই না যে তাদের বিশ্বকাপে অংশগ্রহন করা উচিত না।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন