বিনোদন ডেস্ক : নতুন সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন জনপ্রিয় জুটি ফেরদৌস-মৌসুমী। সিনেমাটির নাম লাল কাহই। এটি পরিচালনা করবেন আবির খান। সিনেমাটিতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করার কথা ছিল জয়া আহসানের। তার শিডিউল না মেলায় তাকে বাদ দেয়া হয়েছে। ফেরদৌস বলেন, সিনেমাটিতে আমি কাজ করবো এটি চ‚ড়ান্ত। মৗসুমী থাকবে নাকি জয়া থাকবে সে বিষয়ে আমি সঠিক কিছু জানিনা। আবির খান বলেন, ফেরদৌস-মৌসুমী জুটি নিয়েই আগামী মে-জুন মাসে শুটিং করবো। উল্লেখ্য, একই পরিচালকের সিনেমায় ফেরদৌস ও মৌসুমী অভিনীতি পোস্টমাস্টার ৭১ সিনেমাটি মুক্তি পাবে ২৬ মার্চ। এদিকে ফেরদৌ-মৌসুমী জুটি বেঁধে অনেকগুলো সিনেমায় অভিনয় করেন। এ জুটির খাইরুন সুন্দরী সিনেমাটি সেরা ব্যবসা সফল সিনেমাগুলোর মধ্যে অন্যতম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন