কালার্স টিভি চ্যানেলের নতুন রিয়েলিটি শো ‘রাইজিং স্টার’ উপস্থাপনা করবেন মায়াঙ চাঙ। আর এর অন্যতম বিচারক মোনালী ঠাকুর। এতে একটি বিশেষত্ব অবশ্যই আছে। অনেকেরই জানা আছে তারা দুজন একসময় প্রেম করতেন। পরে অবশ্য তারা আলাদা হয়ে যান।
‘ইন্ডিয়ান আইডল’ রিয়েলিটি শোতে অংশ নিয়ে তারা দুজনই ব্যাপক পরিচিতি লাভ করেন।
মায়াঙের সঙ্গে একই অনুষ্ঠানে কাজ করা প্রসঙ্গে বলিউডের প্লেব্যাক তারকা মোনালী বলেন, “পাঁচ বছর হয়ে গেছে আমরা আলাদা হয়েছি। তবে আমাদের বন্ধুত্ব বজায় আছে। আমাদের মধ্যে যেসব বিবাদের কথা প্রচার করা হয়েছে তার সবই ভিত্তিহীন। আসলে সেই আমাকে জানিয়েছে যে সে অনুষ্ঠঅনটি উপস্থাপনা করবে। আমাদের মাঝে এ নিয়ে খুব হাসাহাসি হয়েছে।
এই অনুষ্ঠানটিকে উপলক্ষ করে তাদের অতীত সম্পর্ক আলোচনায় আসতে পারে এমন সম্ভাবনা নিয়ে মোনালী অবশ্য খুব মাথা ঘামান না। তিনি বলেন, “আমি মজার মানুষ, যে নিজেকে নিয়ে হাসতে পারে। এমন যদি হয় তা আমরা ভালভাবে নেব। আমরা এখনকার প্রজন্ম এমন বিষয় নিয়ে আমরা অভ্যস্ত।”
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন