স্টাফ রিপোর্টার : রাজধানীর তেজগাঁওয়ের একটি আবাসিক হোটেলে মীর হোসেন (৫০) নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ওই ব্যবসায়ীর বাসা ধানমন্ডি থানাধীন জিগাতলার ৫৮/৩ শেরেবাংলা রোড। তার বাবার নাম মিয়াজান মÐল। ময়নাতদন্তের জন্য মীর হোসেনের লাশ ঢাকা মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আরম জানান, হোটেলের রেজিস্ট্রেশন অনুযায়ী জানা যায়, গত রোববার রাত ৮টায় ওই ব্যবসায়ী পূর্ব তেজকুনি পাড়া হোটেল রয়েল গ্র্যান্ডের পঞ্চম তলার ৫০৯ নম্বর কক্ষটি ভাড়া নেন। সোমবার সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত তার বোন কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেন। রাত আড়াইটায় হোটেল কক্ষের দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন