বিনোদন ডেস্ক: নতুন বছরের শুরুতেই দর্শক-শ্রোতাদের নতুন গান উপহার দিলেন সঙ্গীতশিল্পী হাবিব। গত রবিবার নিজ ইউটিউব চ্যানেলে মুক্তি দিয়েছেন তার নতুন গান তুমিহীনার ভিডিও। হাবিব জানান, গানটি বিশেষ কিছু মানুষের জন্য। যারা আজও কাউকে খুঁজে বেড়াচ্ছেন, তাদের উৎসর্গ করলাম আমার এই গানটি। ফেসবুক স্ট্যাটাসে হাবিব আরও বলেন, আমার এ গানের মধ্য দিয়েই নতুন বছরের শুরু হলো। গানটির কথাগুলো এমন- তুমিহীনা নিশিরাত একা চাঁদ অপলক চেয়ে রয় না/তুমিহীনা দূরের ওই আকাশ ছুঁয়ে যায় না। গানের কথা লিখেছেন মিনার রহমান। সুর-সংগীতের কাজ কাজ করেছেন হাবিব নিজে। ভিডিওটিতে তিনিই মডেল হয়েছেন। এটি নির্মিত হয়েছে স্কটল্যান্ডে। পরিচালনা করেছেন তোফায়েল রশীদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন