শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ওকে জানু

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

আদি (আদিত্য রায় কাপুর) একজন তরুণ গেইম ডিজাইনার। তার জীবনের লক্ষ্য হল যুক্তরাষ্ট্রে গিয়ে তার দক্ষতার চর্চা করা। এক বন্ধুর বিয়েতে তারার (শ্রদ্ধা কাপুর) সঙ্গে তার দেখা হয়। শ্রদ্ধার জীবনের লক্ষ্যও অনেকটা তারই মত, তবে গন্তব্য আর ক্ষেত্র ভিন্ন। তারা সদ্য স্থাপত্যতে একটি সনদ পেয়েছে আর একটি স্থপতি প্রতিষ্ঠানে চাকরি করছে। তার ইচ্ছা সে প্যারিসে গিয়ে তার পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাবে। এই পর্যায় পর্যন্ত দুই তরুণ-তরুণীই ছিল পেশামুখী। সুতরাং তাদের এক হবার সম্ভাবনা খুবই ক্ষীণ। জীবনের আসল গন্তব্যে পৌঁছার জন্য যখন তারা অপেক্ষায় ছিল তাদের সম্পর্ক ক্রমে গভীর হতে থাকে। একসময় তারা একসঙ্গে থাকতেও শুরু করে। তারা দুজনই উপলব্ধি করে বিয়ে তাদের জন্য নয়। এমনটাই কথা ছিল তাদের মধ্যে। এরমধ্যে প্যারিস থেকে তারার ভর্তির চিঠি এসেছে। এখন তাদের আলাদা হয়ে যেতে হবে। আর মাত্র ১০ দিন সময় আছে তাদের হাতে। পরস্পরের প্রতি নিজেদের অনুভ‚তির আসল রূপ বুঝতে শুরু করে তারা দুজনই। তাদের মাঝে প্রেম আর ক্যারিয়ার নিয়ে এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়। এখন ক্যারিয়ারকে বেছে নেবে তারা নাকি মনের ডাকে সাড়া দেবে। এই সময় তাদের নৈতিক সহায়তা দিতে আসে এক বয়োজ্যেষ্ঠ দম্পতি। এরা হল গোপী আঙ্কল (নাসিরুদ্দিন শাহ) এবং চারু আন্টি (লীলা স্যামসন)।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন