বিনোদন ডেস্ক: অভিনেত্রী তানভীন সুইটি সাত বছর পর বিজ্ঞাপনে মডেল হলেন। স¤প্রতি একটি প্লাস্টিক পণ্যের মডেল হয়েছেন তিনি। গাজীপুরে বিজ্ঞাপনটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। সুইটি বলেন, নতুন বিজ্ঞাপনটির চিত্রনাট্য খুব ভালো লেগেছে। কাজটাও উপভোগ্য ছিল। আশা করছি দর্শকের ভালো লাগবে। এটি পরিচালনা করেছেন টিটু রহমান। উল্লেখ্য, ফিলিপস কো¤পানির ক্যালেন্ডারের মডেল হিসেবে মডেলিং ক্যারিয়ার শুরু করেছিলেন সুইটি। টিভি পর্দায় প্রথম বিজ্ঞাপনের মডেল হন ডায়মন্ড ব্র্যান্ড তেলের। এরপর একে একে নিরমা ডিটারজেন্ট, র্যাংগস টিভি, অ্যারোমেটিক বিউটি সোপসহ বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হয়ে দর্শক হৃদয় জয় করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন