শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

কফি উইথ ডি

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অর্ণব ঘোষ (সুনীল গ্রোভার) শীর্ষ এক টিভি চ্যানেলের একজন প্রাইম টাইম টিভি সাংবাদিক। তার তীক্ষè প্রশ্নবাণ কর্তৃত্বপরায়ণ সাহসী সাক্ষাৎকারের কারণে সে রাতারাতি দর্শকদের কাছে একজন প্রিয় টিভি সাংবাদিকে পরিণত হয়। কিন্তু তার সাহসিকতা আর অপ্রিয় প্রশ্নের কারণে রাজনীতিকরাও তাকে এড়িয়ে চলতে শুরু করে। এর ফলে তার চাহিদা কমে যায় আর টিভি চ্যানেলে তার এক স্তর পদাবনতি ঘটে। দুঃখ পেলেও সে একবারে নিরাশ হবার মানুষ নয়। সে আমার চমক সৃষ্টি করে ফেরার পরিকল্পনা করে। এমন সময় তার মাথায় এক বুদ্ধি খেলে যায়। সে তার দেশের সবচেয়ে ভয়ানক অপরাধী ডি’র সাক্ষাৎকার নেবার পরিকল্পনা করে। বিষয়টি সে তার নিউজ এডিটর রায়কে (রাজেশ শর্মা) জানায়। রায় প্রথমে এই আইডিয়াটিকে নির্বুদ্ধিতা বলে বাতিল করে দেয়। এদিকে চ্যানেলের মালিক তাদের রেটিং পড়ে যাওয়ায় রায়ের ওপর চাপ সৃষ্টি করলে সে অর্ণবকে অনুমোদন দেয়। অর্ণবের টিমে যোগ দেয় নেহা (দীপান্বিতা শর্মা)। চ্যানেলটির লাইফস্টাইল বিভাগের সম্পাদক হলেও সবাই তাকে একজন দক্ষ সংবাদ লেখক বলে জানে। এখন ডি’র দেখা পাওয়া দিয়ে কথা। কিন্তু উপায় কী? তারা ডি’র একান্ত জীবন নিয়ে সোশাল মিডিয়াতে কিছু গুজব রটিয়ে দেয় যা ভাইরাল হয়ে যায়। এর পরপরই অর্ণব ডি’র পক্ষ থেকে ফোন পায়। হয়ে যায় সাক্ষাৎকারের ব্যবস্থা। এখন লাইভ সাক্ষাৎকার নিয়ে সে প্রাণ নিয়ে ফিরতে পারলেও হল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন