শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন ধারাবাহিক নিয়ে আবুল হায়াত

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত বছর এনটিভিতে প্রচারিত হয়েছে একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত পরিচালিত ‘আকাশের ওপারে আকাশ’ ধারাবাহিক নাটকটি। নাটকটির প্রচার শেষ হয়েছে। নতুন আরেকটি ধারাবাহিক নাটক নির্র্মাণের কাজ শুরু করেছেন তিনি। নাটকের গল্প ভাবনা আবুল হায়াতের নিজের। লিখেছেনও তিনি। তারসঙ্গে নতুন একজন নাট্য রচয়িতাও নাটকটি লিখছেন। নাটকের নাম ‘তিন পাগলের হলো মেলা’। তিন পাগলের চরিত্রে অভিনয় করছেন আগুন, সাজু খাদেম ও শতাব্দী ওয়াদুদ। আগুন একজন বাউল হতে চান। অন্যদিকে সাজু খাদেম খুব অলস প্রকৃতির, কিন্তু তার কিছু নীতিগত গুণ আছে। আবার শতাব্দী একজন হতাশাগ্রস্ত চলচ্চিত্র পরিচালক। এই তিন ছন্নছাড়া একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় তারা লোকালয় ছেড়ে দূর কোথাও চলে যাবে যেখানে সবকিছু সুন্দর। অন্যদিকে আবুল হায়াত দেশে ফেরা একজন মুক্তিযোদ্ধা। একসময় হতাশ হয়ে দেশ ছেড়ে চলে গেলেও তিনি চান দেশের মাটিতেই যেন তার মৃত্যু হয়। এই নিয়ে ‘তিন পাগলের হলো মেলা’ নাটকের গল্প। ধারাবাহিকটি প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘তিনজন ছন্নছাড়া মানুষ নতুন একটি পৃথিবী দেখার স্বপ্ন, সংগ্রাম নিয়েই আপাতত এগিয়ে যাবে নাটকের গল্প। এরইমধ্যে ৫২ পর্ব নির্মাণের লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। আগুন, সাজু, শতাব্দী তিনজনই যার যার চরিত্রে খুব ভালো অভিনয় করছেন। সত্যি বলতে কী আমিতো অভিনয় নিয়েই ব্যস্ত থাকি। কিন্তু তারপরও নির্মাতা হিসেবে ক্ষুধা থেকে যায় বলেই নিজের কষ্ট হলেও নাটক নির্মাণ করি। আমি মনে করি, শিল্পী হিসেবে দায়বদ্ধতা থেকেই নাটকট নির্মাণ করি। দর্শকের ভালো লাগাই আমার কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা।’ এদিকে আবুল হায়ত অভিনীত ‘বৃষ্টিদের বাড়ি’, ‘মায়া’, ‘সংসার’, ‘উৎসব’, ‘আয়নাঘর’সহ আরো বেশ কয়েকটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে। আবুুল হায়াত নির্মিত নতুন ধারাবাহিকটি শিগগিরই চ্যানেলে আইতে প্রচার হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন