শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

প্রত্যয় খানের নতুন মিউজিক ভিডিও

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রকাশিত হলো প্রত্যয় খানের নতুন মিউজিক ভিডিও মাঝে মাঝে। ঈগল মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হয়েছে। জিয়াউদ্দিন আলমের কথায় মাঝে মাঝে’র সুর-সঙ্গীত পরিচালনা করেছেন প্রত্যয় নিজেই। গানটির ভিডিওটি নির্মাণ করছেন সৌমিত্র ঘোষ ইমন। প্রত্যয় খানের সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে লিয়ানা লিয়াকে। ভিডিও সম্পর্কে প্রত্যয় বলেন, গানটির অডিও গত বছরই প্রকাশ হয়েছিল। তখনই ভালো সাড়া পেয়েছিলাম। তারই ধারাবাহিকতায় গানটির ভিডিও তৈরি হলো। আমার বিশ্বাস, ভিডিওটি সবার ভালো লাগবে। নতুন গান নিয়ে শিল্পী-সঙ্গীত পরিচালক প্রত্যয় খান ব্যস্ত সময় পার করছেন। এরই মাঝে একটি মিউজিক ভিডিওর শুটিং শেষ করলেন সম্প্রতি। মাঝে মাঝে শিরোনামের গানটি প্রকাশ হবে ভালোবাসা দিবসে। ২০১৬ সালের মাঝামাঝিতে ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত থ্রিজি অ্যালবামে ঠাঁই পেয়েছিল গানটি। প্রীতম হাসানের সঙ্গে অ্যালবামটি যৌথভাবে তৈরির করেছিলেন প্রত্যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন