মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে গুণগত মান বজায় রাখতে হবে-চসিক মেয়র

| প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের সময় কাজের গুণগত মান বজায় রাখতে হবে। প্রকৌশল বিভাগের যাবতীয় কার্যক্রমে ফাঁকি দেয়ার সুযোগ নেই। গতকাল (সোমবার) চসিকের প্রকৌশল বিভাগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের ১০ম মাসিক সমন্বয় সভায় মেয়র একথা বলেন।
চসিক কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, মো. মাহফুজুল হক, মনিরুল হুদা, আনোয়ার হোছাইন, আবু সালেহ, কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী সিভিল, যান্ত্রিক ও বিদ্যুৎসহ সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ স্ব স্ব দায়িত্ব সংক্রান্ত বিষয়ে মেয়র বরাবরে রিপোর্ট পেশ করেন।
সিটি মেয়র নাছির চলতি অর্থ বছরে ২২৫ কোটি টাকা ব্যয়ে ৩৩৫টি প্রকল্পের জরুরি ভিত্তিতে দরপত্র আহŸান করার নির্দেশনা প্রদান করেন। মেয়র বলেন, সততা ও নিষ্ঠা যাদের আছে, তাদের অসাধ্য বলতে কিছুই নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন