শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

গান পেয়ে উচ্ছ্বাসিত আসিফ

| প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জনপ্রিয় গায়ক আসিফ বহু অপেক্ষার পর বিশিষ্ট গীতিকার শহীদ মাহমুদ জঙ্গীর লেখা গান পেয়েছেন। গানটির কথা উপর দিক থেকে শার্টের দ্বিতীয় বোতাম/খোলা রয়ে যায় ভুলে। জঙ্গীর গান গাইতে পেরে খুবই উচ্ছ¡সিত আসিফ। তার এই উচ্ছ¡াস প্রকাশ পেয়েছে ফেসবুকে লেখা স্ট্যাটাসে। তিনি লিখেছেন, আমার বড় খালার (প্রফেসর জাহানারা মুন্সী) দ্বিতীয় সন্তান বিভানুর মুন্সী হলেন জঙ্গী ভাইয়ের স্ত্রী। আবছা খেয়াল আছে, আমাদের পরিবারে প্রথম ইয়ে করে বিয়ে। এলআরবি আত্মপ্রকাশ করে ‘এক দিন ঘুম ভাঙা শহরে’ গানটি দিয়ে, চারিদিকে মাতামাতি শুরু হলো। গর্ব করে বলতাম, আমার দুলাভাইয়ের লেখা গান। তবে তার গান গাওয়ার সুযোগ হয়নি আমার। ফ্যামিলি পার্টিতে দেখা হলেই লিরিক চাইতাম, তিনি দেননি। পরে এও বললাম, গায়ক হিসেবে না দেন, অন্তত শালা হিসেবে দেন। তবুও চক্করে পড়ে গেলাম। কিছুদিন আগে বিভু আপার বাসায় ভাই-বোনদের পার্টি ছিল। হঠাৎ করেই একটা লিরিক দেখালেন তিনি। বললেন, মিঠু (আমার ডাকনাম) এই গানটা গাইবা নাকি! রেনেসাঁ, এলআরবি, সোলস ব্যান্ডসহ অনেক সলো শিল্পীর জন্য লিখেছেন জঙ্গী। তার লেখা বেশকিছু গান কাল জয় করেছে। এর মধ্যে একদিন ঘুম ভাঙা শহরে, সময় যেন কাটে না, ভালোবাসি ঐ সবুজের মেলা, হৃদয় কাঁদামাটির কোনো মূর্তি নয়, দখিনা হাওয়ায় ঐ তোমার চুলেসহ আরো অনেক জনপ্রিয় সব গান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md Parves Mosaref ৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১০:১৪ পিএম says : 0
ভালো খুব ভালো . . . . . . . ,
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন