বিনোদন ডেস্ক : আজ মুক্তি পাচ্ছে আকাশ আচার্য্যরে পরিচালিত সিনেমা মায়াবিনী। এতে জুটি হয়ে অভিনয় করেছেন সাইমন ও আইরিন। চলচ্চিত্রটির গল্প লিখেছেন সোমা আচার্য্য। ৫০টি সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। নায়ক সাইমন বলেন, ‘এতে আমি আমার আমিকে ভেঙে নতুনভাবে উপস্থাপন করেছি। খুব চ্যালেঞ্জিং একটি চরিত্র। আমাকে অনেক কষ্ট করতে হয়েছে কাজটি করার সময়। পরিচালক থেকে শুরু করে পুরো ইউনিট আমাকে সহযোগিতা করেছে। পাশাপাশি আমার নায়িকা আইরিনও দারুণভাবে সহযোগিতা করেছে। সবমিলিয়ে আমরা একটি সময়োপযোগী গল্পে অভিনয় করেছি যা নিয়ে আমরা অনেক আশাবাদী। আইরিন বলেন, ‘এককথায় আমার মনের মতো একটি চলচ্চিত্র মায়াবিনী। কমনজেন্ডার’র নিয়ে চলচ্চিত্রটির গল্প। তারপরও এতে প্রেম আছে, আছে পরিবারের গল্প। সবমিলিয়ে দর্শকের ভালো লাগার মতো একটি গল্প আছে মায়াবিনী চলচ্চিত্রে। আমার পরিচালকের প্রতি আমি যেমন কৃতজ্ঞ, কৃতজ্ঞ চলচ্চিত্রটির নায়ক’সহ পুরো ইউনিটের কাছে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন