বিনোদন ডেস্ক : এনটিভিতে আজ রাত ৯.০৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘দু’জনে’। জহির করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাহাত মাহমুদ। নাটকটিতে অভিনয় করেছেন নাঈম, মেহেরিন ইসলাম নিশা প্রমুখ। ‘গুরুতর কোনো সমস্যা না থাকলেও স্বামী-স্ত্রীর মান-অভিমান অনেক সময় প্রকট আকারে দেখা দেয়। দুজন দুজনকে ছেড়ে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপরও ভালোবাসার টানে বিরহে কাতর হয়ে দুজন দুজনার কাছে ফিরে আসতে বাধ্য হয়। দুজন দুজনার অনেক শর্ত মেনে নিলেও সামনাসামনি হার স্বীকার করতে রাজি হয় না কেউই। প্রকৃতির মতো ভালোবাসারও রঙ বদলায়।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন