আশিক বন্ধু: নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার লক্ষে নির্মিত হচ্ছে চলচ্চিত্র বীর বাঙ্গালী। সিনেমাটি নির্মাণ করছেন মিজানুর রহমান শামীম। ইতোমধ্যে গাজীপুরের বিভিন্ন লোকেশনে এর শূটিং হয়েছে। এতে জুটি হয়ে অভিনয় করছেন চিত্রনায়ক রুবেল ও তানিন সুবহা। রুবেল বরেন, সিনেমাটির গল্প অনেক শক্তিশালী। তাই ফিরে আসছি, সুন্দর একটি গল্পে। তানিন এই সময়ে ভালো কাজ করছে, আশা করছি সে ভালো অভিনয় দিয়ে সবার হৃদয়ে জায়গা করে নেবে। তানিন সুবাহ, রুবেল ভাইয়ের ভক্ত আমি। এমন একজন গুণী নায়কের সাথে কাজ করাটাই স্বপ্নের ব্যাপার। খুবই ভালো লাগছে। আমি আমার সবটুকু সাধনা দিয়ে গল্পে মিশে যাওয়ার চেষ্টা করছি। পরিচালক মিজানুর রহমান শামীম ভাইকে ধন্যবাদ, এমন একটি অসাধারণ গল্পের সিনেমায় আমাকে সুযোগ দেয়ার জন্য। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সোহলে রানা, সিরাজ হায়দার, ঝর্না, সেতু, রাকিব খান সহ অনেকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন