ফরিদপুর জেলা সংবাদদাতা : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার যতুরদিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)এজাজুল ইসলাম জানান, দুপুরে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ওই এলাকায় দ্রুতগতির কারণে সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি সড়কের পাশে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন