বিনোদন ডেস্ক : নবাগত অভিনেতা কংকন অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সত্যিকারের মানুষ : রিয়েল ম্যান’ মুক্তি পেতে যাচ্ছে। রোমান্টিক ও অ্যাকশন ধাঁচের চলচ্চিত্রটি জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি পাবে। ১৭ ফেব্রæয়ারি সারাদেশের অর্ধশতাধিক হলে মুক্তি পাবে সিনেমাটি। বদরুল আমিন পরিচালিত এই চলচ্চিত্রে একাধিক নতুন অভিনয়শিল্পী অভিনয় করেছেন। প্রধান চরিত্রে আছেন কংকন। তার বিপরীতে অভিনয় করেছেন নবাগতা হ্যাপি ও সনিয়া। আরও আছেন আলীরাজ, সুচরিতা, রেহেনা জলি, তনু পাÐে, শাঙ্কু পাঞ্জা, অমিত হাসান, ইলিয়াস কোবরাসহ অনেকে। নৃত্য পরিচালনা করেছেন একে আজাদ। চলচ্চিত্রের তিনটি গান গেয়েছেন কোনাল, বেলাল খান, সিথি, কিশোর ও মুন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন