রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের মধ্যে কোন শ্রেণীবিন্যাস নেই ঢাবি প্রো-ভিসি

সবাই প্রজাতন্ত্রের কর্মচারী

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার :  ‘বিশ্ববিদ্যালয়ের কর্মরতদের মধ্যে কোন শ্রেণীবিন্যাস নেই, সবাই প্রজাতন্ত্রের কর্মচারী’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান। গতকাল (বুধবার) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ সভায় তিনি একথা বলেন। মো. আখতারুজ্জামান বলেন বিশ্ববিদ্যালয় একটি আইনের মাধ্যমে পরিচালিত হয়, যে আইনটি সংসদের মাধ্যমে প্রণীত হয়েছে। সুতরাং সে আইন-শৃংখলা মেনেই সকলকে কাজ করার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, প্রজাতন্ত্রের অর্থ মানেই এদেশের জনগণের ভ্যাটের অর্থ। তাই এদেশের জনগণের কাছে শিক্ষার আলো পৌঁছে দেয়া ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। এ সময় তিনি বলেন, প্রশংসার স্রোতে গা না ভাসিয়ে কর্মস্পৃহা সচল রেখে নিজেকে এগিয়ে নেয়ার মাধ্যমেই প্রকৃত  সফলতার সন্ধান পাওয়া যায়। এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. রোশন খান, পরিদর্শক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, উপ-রেজিস্ট্রার ড. এম. আবু হানিফাসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন