শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এশিয়ান মডেল ফেস্টিভ্যাল-এ যুক্ত হলো বাংলাদেশ

প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:১২ এএম, ১০ ফেব্রুয়ারি, ২০১৭

বিনোদন ডেস্ক : এশিয়ার শীর্ষ মডেল বাছাই প্লাটফর্ম ‘এশিয়ান মডেল ফেস্টিভ্যাল’-এ যুক্ত হলো বাংলাদেশ। ‘ফেস অব বাংলাদেশে’ নামে এই প্লাটফর্মে যোগদানের মাধ্যমে চলতি বছরের সবচেয়ে বৃহৎ মডেলিং এবং ফ্যাশন ইভেন্টে যুক্ত হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে অংশ এই আয়োজনের অংশগ্রহণকারী বাছাইয়ের লক্ষ্যে ইতোমধ্যে মডেলিং এবং ফ্যাশন প্রতিষ্ঠান করবান ও ক্রসওয়ার্ক কমিউনিকেশনস্ একটি চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশে এই বাছাই পর্ব আয়োজনের প্রস্তুতি হিসেবে করবান-এর চেয়ারম্যান ও এশিয়ান মডেল ফেস্টিভ্যালের পরিচালক মি. জ্যামস কিম ও ক্রসওয়ার্ক কমিউনিকেশনস্-এর ব্যবস্থাপনা পরিচালক এমএ মারুফ চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় অন্যান্যের মধ্যে ক্রসওয়ার্ক কমিউনিকেশনস্-এর হেড অব প্লানিং মিসেস তাসমিয়া আহমেদ ও ক্রসওয়ার্কের ক্রিয়েটিভ সমীর আহমেদ হিমেল উপস্থিত ছিলেন। ফেস অব বাংলাদেশ আয়োজিত এই মডেল বাছাই কার্যক্রম এদেশের পুরুষ এবং মহিলা মডেলদের সুযোগ বিশ্বব্যাপী মডেলিং এবং ফ্যাশন শিল্পে প্রবেশের একটি বড় সুযোগ ও অন্যতম পদক্ষেপ। বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নির্বাচনের জন্য সারাদেশের ২৫ জন মডেল বাছাই পর্বে অংশগ্রহণ করবেন। ‘এশিয়ান মডেল ফেস্টিভ্যাল'-এ অংশগ্রহণকারী ২৫টি দেশের বাছাইকৃত পুরুষ ও নারী মডেলরা আগামী ২২ থেকে ২৬ জুন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে মূল পর্বে অংশগ্রহণ করবেন। এই আয়োজনের মূলপর্বে অংশ নেয়া ২৫টি দেশ হচ্ছে কোরিয়া, চীন, জাপান, মঙ্গোলিয়া, ফিলিপাইন, ভারত, মালয়েশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, নেপাল, কম্বোডিয়া, হংকং, ম্যাকাও, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, সৌদি আরব, বাংলাদেশ ও তাইওয়ান। ‘এশিয়ান মডেল ফেস্টিভ্যাল’ ২০১৭ সালে তার ১২তম বার্ষিকী উদযাপন করছে। ফ্যাশন, সৌন্দর্য, স্বাস্থ্য ও সংস্কৃতি শিল্প সম্মিলন হিসেবে এটি এশিয়ার সর্ববৃহৎ ফিউশন আয়োজন। এটি এশিয়ান স্টার, হলিউড তারকা, কে-পপ ইত্যাদি তারকাদের বৃহত্তম ও নতুন সম্মিলন যা ক্রমশ জনপ্রিয়তা পাচ্ছে। গত ১১ বছর ধরে ‘এশিয়ান মডেল ফেস্টিভ্যাল’ বৈচিত্র্যময় এশীয় সংস্কৃতির মিলনকেন্দ্রে পরিণত হয়েছে। প্যারিস, নিউইয়র্ক এবং অন্যান্য দেশ থেকে ফ্যাশন শিল্পে প্রখ্যাত এবং শীর্ষ মডেলিং এজেন্সিগুলোকে এশিয়ার এই বৃহত্তর মডেল সার্চ অনুষ্ঠানে মডেল নির্বাচন করার জন্য আমন্ত্রণ জানানো হয়। এ বছর আগামী ২২ থেকে ২৬ জুন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এই আয়োজনের চূড়ান্ত বা গালা রাউন্ড অনুষ্ঠিত হবে। এটা ধারাবাহিকভাবে নতুন মডেলদের এশিয়ার দেশগুলোতে ভবিষ্যতের সৌন্দর্য সংস্কৃতি শিল্প প্রতিনিধি হিসেবে একটি নতুন নেতৃত্ব গড়ে তুলতে সাহায্য করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন