খুলনা ব্যুরো : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি বলেন, নগরীর উন্নয়ন ও চাহিদার আলোকে নাগরিক সেবা প্রদানে কেসিসির রাজস্ব আয় বৃদ্ধি করা দরকার। কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, করদাতাসহ রাজস্ব প্রদানকারী ব্যক্তিদের সাথে সুসম্পর্ক বজায় রেখে রাজস্ব আয় বৃদ্ধি করতে হবে। বৃহস্পতিবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসির ২০১৫-১৬ অর্থবছরের রাজস্ব আদায় কার্যক্রম মূল্যায়ন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কেসিসির রাজস্ব বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্যানেল মেয়র মো: আনিছুর রহমান বিশ্বাস, শেখ হাফিজুর রহমান হাফিজ ও রুমা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কেসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মো: আরিফ নাজমুল হাসান। অন্যান্যের মধ্যে সচিব মো: ইকবাল হোসেন, বাজেট কাম-অ্যাকাউন্টস অফিসার কে এম মুশতাক আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল আজিজ, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, সিনিয়র লাইসেন্স অফিসার মো: ফারুক হোসেন তালুকদার, বাজার সুপার গাজী সালাউদ্দিন, কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, সাধারণ সম্পাদক মহিউদ্দিন হোসেন, এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি সোবাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রাজস্ব কর্মকর্তা মো: অহিদুজ্জামান খান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন