শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নতুন করে ফিরে আসছেন সঙ্গীতশিল্পী মুজিব পরদেশী

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: মুজিব পরদেশী, গানের সাথেই যার নিত্য বসবাস। মাঝে বেশকিছু সময় দেশের বাইরে থাকলেও বর্তমানে তিনি দেশেই অবস্থান করছেন। স্টেজ শোসহ নানা কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন গুণী এই সঙ্গীতশিল্পী। চার বছর পর নিজের নতুন একক অ্যালবামের কাজ করছেন। নতুন একক অ্যালবামে মোট দশটি গান থাকবে। দশটি গানের কথা, সুর এবং সঙ্গীতায়োজন তিনি নিজেই করবেন। আগামী সপ্তাহ থেকে গান রেকর্ডিং-এর কাজ শুরু করবেন বলে নিশ্চিত করেছেন মুজিব পরদেশী। এদিকে দীর্ঘ প্রায় তিন দশক পর কোন চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। মোস্তফা সরয়ার ফারুকী নির্দেশিত চলচ্চিত্র ‘ডুব’-এ তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। তাই চলচ্চিত্রটি মুক্তির অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নিজের নতুন একক অ্যালবাম এবং চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে মুজিব পরদেশী বলেন, ‘নতুন একক অ্যালবামে আধুনিক ফোক ঘরানার গান থাকবে, যা সবশ্রেণীর শ্রোতাদের ভালোলাগার কথা বিবেচনা করেই আমি তৈরী করছি। আর বিশেষভাবে বলতে চাই পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর কথা, বলা যায় সঙ্গীত জগতে তিনি আমাকে উজ্জীবিত করেছেন। কারণ আমি প্রায় হারিয়েই গিয়েছিলাম। তিনি আমাকে মূল্যায়ন করে আবার কাজে ফিরিয়ে এনেছেন। তাই তার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেতকা গ্রামে জন্ম মুজিব পরদেশীর। গানে তিনি বিভিন্ন সময়ে তালিম নিয়েছেন ওস্তাদ গোলাম হায়দার আলী খান, ওস্তাদ কোরইশী, ওস্তাদ ফজলুল হক ও ওস্তাদ আমানউল্লাহর কাছে। তবে গায়ক হিসেবে পরিচিত হবার আগে তিনি ছিলেন একজন তবলাবাদক। রেডিওতে একজন তবলাবাদক হিসেবেই তার পেশাগত জীবন শুরু হয়। এরপর রেডিও টিভিতে সুরকার হিসেবেও তিনি চাকরি করেন। বরেণ্য সুরকার সঙ্গীত পরিচালক সত্য সাহা, সুবল দাস, ধীর আলী, খন্দকার নূরুল আলমের সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। মুজিব পরদেশীর প্রথম এবং সবচেয়ে আলোচিত অ্যালবাম হচ্ছে ‘বন্দী কারাগারে’। এখন পর্যন্ত বাজারে তার ৪২টি একক অ্যালবাম রয়েছে। তবে তারও আগে তিনি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন ‘অশান্ত ঢেউ’ চলচ্চিত্রে। এরপর তিনি হাফিজ উদ্দিনের ‘অসতী’সহ আরো প্রায় বিশটি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন। সর্বশেষ ফিরোজ আল মামুনের ‘দৌড়’ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে অনার্স সম্পন্ন করা মুজিব পরদেশী প্রথম অভিনয় করেন সিরাজ হায়দার পরিচালিত ‘সুখ’ চলচ্চিত্রে। সর্বশেষ আশির দশকের শেষপ্রান্তে ফিরোজ আল মামুনের নির্দেশনায় ‘মোহন মালার বনবাস’ চলচ্চিত্রে অভিনয় করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন