দিনাজপুর অফিস : দিনাজপুরে দুই দিনব্যাপী সপ্তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. আবদুল মান্নান সরকার জানান, বৃহস্পতিবার ও শুক্রবার (১৬ ও ১৭ ফেব্রæয়ারি) দিনাজপুর রাজবাটী বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মো. ইদ্রিস আলী চৌধুরী। প্রথম দিনে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন নীলফামারীর ডিমলা উপজেলার জনতা ডিগ্রি কলেজের অধ্যাপক ও জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, দ্বিতীয় বক্তা হিসেবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেমে দ্বীন মাওলানা মো. জফির উদ্দীন, দ্বিতীয় দিন প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক ইসলামিক মহাসম্মেলন সংস্থার জয়েন্ট সেক্রেটারি আল্লামা খাজা মঈনুদ্দীন সিদ্দিকী, দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মো. এরশাদুল হক আশেকী। মহিলাদের জন্য পর্দার সহিত বসা ও প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শোনার সু-ব্যবস্থা আছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন