শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শাহ্ নেওয়াজ দীপু’র আবৃত্তির অ্যালবাম বিভাময় অরুন্ধতী

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবস ও মহান ভাষা দিবসকে সামনে রেখে লেজার ভিশনের ব্যানারে বাজারে এসেছে আবৃত্তিশিল্পী শাহ্ নেওয়াজ দীপু’র আবৃত্তি অ্যালবাম ‘বিভাময় অরুন্ধতী’। কবি রূপকথা রুবির কবিতায় মোট ১৭টি কবিতা আবৃত্তি স্থান পেয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি আবৃত্তি হলো- কবির সাথে একদিন, হৃদয়ের স্পন্দন, দু’টো হৃদয়ের কথা, অরুন্ধতীর আলো, একাত্তরের যিশু ও জন্মের আগেই ঝড় ইত্যাদি। আবৃত্তির অ্যালবামটি প্রসঙ্গে শাহ্ নেওয়াজ দীপু বলেন, এটি আমার প্রথম আবৃত্তির অ্যালবাম। আমি আমার প্রথম অ্যালবামটিতে চেষ্টা করেছি দর্শকশ্রোতাদের জন্য ভালো একটি আবৃত্তির অ্যালবাম উপহার দিতে। কতটুকু সফল হয়েছি, তা শ্রোতারা শুনলে উপলব্ধি করতে পারবেন। কৃতজ্ঞতা প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশনের প্রতি, যাদের আন্তরিকতায় অ্যালবামটি আলোর মুখ দেখেছে। আশা করছি আবৃত্তিগুলো শ্রোতাদের কাছে ভালো লাগবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন