বিনোদন ডেস্ক: অডিও শাসনের পর এবার ভিডিও সাম্রাজ্যে হানা দিতে প্রস্তুত জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। সা¤প্রতিক সময়ে মিউজিক ভিডিওর প্রতি বাড়তি নজর দিয়েছেন এই শিল্পী। এ ধারাবাহিকতায় গত শনিবার সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তার নতুন একটি মিউজিক ভিডিও। ‘এই শোন’ শিরোনামের গানটিতে আসিফের সহশিল্পী হিসেবে আছেন কণ্ঠশিল্পী মোহনা। ব্যয়বহুল এই ভিডিওতে শিল্পীদ্বয় ছাড়াও রোমান্টিক মডেল জুটি হিসেবে অংশ নিয়েছেন সোহানা ও মাহিন। এটি নির্মাণ করেছেন যৌথভাবে তপু খান ও আনিসুর রহমান রাজীব। আসিফ বলেন, রোমান্টিক একটি গান। ভিডিওতে সুন্দর একটা গল্প আছে। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালোই লাগবে। মোহনা বলেন, আসিফ ভাইয়ের সঙ্গে এর আগেও আমি গান করেছি। আমাদের গাওয়া প্রতিটি গান হিট হয়েছে। আশা করছি এই ভিডিওটিও জনপ্রিয়তা পাবে। গানটি লিখেছেন জীবন মাহমুদ। মাহফুজ ইমরানের সুরে সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ভিডিও প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন