শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আজ ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: আজ এটিএন বাংলায় রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ফাগুন অডিও ভিশন কর্তৃক ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত ভালোবাসার বিশেষ পাঁচফোড়ন। এবারের পাঁচফোড়ন সাজানো হয়েছে ভালোবাসা দিবসে এক দম্পতির মান-অভিমান, রাগ-অনুরাগ এবং এর ফলে তাদের সংসারে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে। এইসব ঘটনার ফাঁকে ফাঁকেই আসতে থাকে একের পর এক চমকপ্রদ আইটেম। উল্লেখ্য পাঁচফোড়নে কখনও নির্দিষ্ট কোন উপস্থাপক থাকে না। দেশের বিভিন্ন তারকা শিল্পীরা এর নাটকীয় উপস্থাপনায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ভিন্নধর্মী এই অনুষ্ঠানে দর্শকরা দু’টি অনুষ্ঠানের স্বাদ পান-নাটক এবং ম্যাগাজিন। এবারের পাঁচফোড়নে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের ও অভিনেত্রী শামীমা নাজনীন। অভিনয়ের মাধ্যমে এই তারকাদ্বয় মূলত সঞ্চালকের ভূমিকা পালন করেছেন। পাঁচফোড়নে মূল গান রয়েছে ২টি। ‘পিরিতি কাঁঠালের আঠা...’ শীর্ষক জনপ্রিয় লোকসঙ্গীতটি ভিন্নভাবে পরিবেশন করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পলাশ। গানটির সঙ্গীতায়োজন করেছেন জেভিয়ার টয়। ঢাকা ও ঢাকার আশেপাশে গানটির চিত্রায়ন করা হয়েছে। আর একটি গান গেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী। গানটি লিখেছেন প্রদীপ সাহা, সুর করেছেন অভি আকাশ। ঢাকার একটি মনোরম লোকেশানে গানটির চিত্রায়ন করা হয়েছে। রয়েছে রংপুরের ‘চাকা’ দলের একদল নৃত্য শিল্পীর পরিবেশনায় ভালোবাসার গানের সাথে চমৎকার একটি নৃত্য। ভালোবাসার মানুষের খোঁজে যুক্তরাষ্ট্রের অরিয়েন্ট শহর থেকে এলিজাবেথ এসলিক নামক এক তরুণীর বাংলাদেশের ঝিনাইদহের মিঠুন বিশ্বাসের কাছে ছুটে আসা এবং তাদের ঘর বাঁধার উপর একটি প্রতিবেদন এবং ওবাইদুর ও শারীরিক প্রতিবন্ধী মহুয়া আক্তার মুক্তার নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ভালোবাসার সংসার গড়ার উপর রয়েছে আর একটি ব্যতিক্রমী ভালোবাসার প্রতিবেদন। এছাড়াও ভালোবাসার উপর বিভিন্ন আঙ্গিকে রয়েছে বেশ কিছু মজাদার নাট্যাংশ। অনুষ্ঠানটি পরিবেশিত হবে কেয়া কস্মেটিকস্ লিমিটেডের সৌজন্যে। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন