স্টাফ রিপোর্টার : ইগলু ও অক্টোপির আয়োজনে সম্প্রতি রাজধানীতে আর্ট কম্পিটিশন ‘লিটল আর্ট চ্যাম্প ২০১৭’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হলো। আয়োজনের মূল আকর্ষণ ছিল ম্যাজিক সুপারস্টার আলিরাজের অনবদ্য পরিবেশনা। আলিরাজ তার আর্টিস্টিক ইল্যুশন যেমন, ডিসাপিয়ারিং লেডি, সাসপেসশন চেয়ার অ্যাক্ট, ভিস্যুয়াল লেডি কাটিং সহ আরো অনেক পরিবেশনা দিয়ে হাজারো দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখেন। এক ঘণ্টার এ পরিবেশনার মাঝে আলিরাজ আরো কিছু নতুন আকর্ষণীয় ইল্যুশন দিয়ে তৈরি একটি নতুন শো’র উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান অতিথি হিসেবে বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার এবং বিশেষ অতিথি হিসেবে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন ও ইগলুর ম্যানেজিং ডিরেক্টর মাইনুদ্দিন মোনেম উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন