বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় সিক্যুয়াল নাটক সিকান্দার বক্স-এ জুটি বেঁধে জনপ্রিয়তা পেয়েছেন মোশারফ করিম ও আনিকা কবির শখ। স্বামী-স্ত্রী চরিত্রে তাদের অভিনয় দর্শকদের আনন্দ দিয়েছে। এর বাইরেও তারা বেশ কিছু খন্ড নাটকে একসঙ্গে কাজ করেছেন। এবার তারা জুটি বেঁধে বিজ্ঞাপনেও হাজির হতে যাচ্ছেন। সম্প্রতি নির্মিত হয়েছে প্রাণ চানাচুরের বিজ্ঞাপন। এ বিজ্ঞাপনে মোশাররফ করিম ও শখকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। বাপ্পা মাহমুদের পরিচালনায় বিজ্ঞাপনটির দৃশ্যায়ণ হয়েছে রাজধানীর কোক স্টুডিও, দৈনিক যায়াযায় দিন পত্রিকার অফিস এবং পিংক সিটিতে। শখ বলেন, খুব ভালো লেগেছে বিজ্ঞাপনটিতে কাজ করে। ঝকঝকে নির্মাণ। এখানে মোশাররফ করিম ভাই সহজ-সরল সাধারণ একজন চাকরিজীবী মানুষ। তার আহ্লাদি স্ত্রী চরিত্রে আছি আমি। অনেকটা কমেডি ঘরানার একটি গল্প। এখন বিজ্ঞাপন শুধু পণ্যের প্রচারেই আটকে নেই, দর্শকদের কাছে বিনোদনের একটা মাধ্যমও। সেই ভাবনা থেকে বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। পরিচালক বাপ্পা মাহমুদ জানালেন, প্রাণ চানাচুরের বিজ্ঞাপনটি শিগগিরই প্রচারে আসবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন