‘মেট্রিক্স’ ট্রিলজিতে কিয়ানু রিভস টমাস অ্যান্ডারসন ওরফে নিও’র ভূমিকায় অভিনয় করে চলচ্চিত্রগুলোতে এক বিশেষ উচ্চতায় নিয়ে গিয়েছেন। সিরিজের শেষ পর্ব ‘মেট্রিক্স রেভোলিউশন’ মুক্তি পেয়েছে ২০০৩ সালে। একসময় শোনা গেছে সিরিজটির আরও পর্ব নির্মিত হবে। আদতে তা হয়নি। অভিনেতাটি জানিয়েছেন নিও’র ভূমিকায় ফিরতে পারলে তার ভাল লাগবে।
তবে অভিনেতাটি জানিয়েছেন দুই ওয়াচোস্কি (সাবেক ওয়াচোস্কি ব্রাদার্স) লানা (সাবেক ল্যারি) এবং লিলি (সাবেক অ্যান্ডি) ওয়াচোস্কি এই ব্যাপারে আগ্রহী কি নয় তা তার জানা নেই। “আমি ওয়াচোস্কিদের ব্যাপারে জানি না। আমার মনে হয় তারা মৌলিক কিছু করবেন। আমি অবশ্যই কী হয় দেখতে চাই, সেই জগত আরও আবিষ্কার করতে চাই,” রিভস বলেন।
অভিনেতাটি জানান চলচ্চিত্রটির রিমেকের সাফল্যের সম্ভাবনা নিয়ে তিনি সন্দিহান।
“তা করবেন না। রিমেক নয়। আসলে তা করা যায়। আমার মনে হয় সেটাই ভাল হয় যখন কাহিনী অব্যাহত থাকে। এটা যদি ঐতিহ্যে পরিণত হয়, ক্রমশ চলতে থাকে তাই ভাল হয়। আমার মনে হয় সেটাই ভাল হয় যখন কাহিনী অন্য এক সময়ে চলে যায় এবং একটি স্বতন্ত্র কাহিনী সৃষ্টি হয়, সুতরাং আমি বলতে চাই না একেবারে মন্দ হবে,” অভিনেতা বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন