বিনোদন ডেস্ক: আবারও আইটেম গানে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী ঐশী। রফিক শিকদারের হৃদয়জুড়ে সিনেমার জন্য গত শনিবার রাজধানীর একটি স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন ঐশী। দিলে দিলে মারে তালা, এই অন্তরে বাড়ে জ্বালা, গোলে মালে হবে খেলা, ওরে আমার রশিক কালা এমন কথার গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম। সুর ও সংগীত পরিচালনা করেছেন আহম্মেদ হুমায়ুন। ঐশী বলেন, এর আগে প্রথম আইটেম গানে কণ্ঠ দিয়েছি সোহেল আরমানের ভ্রমর চলচ্চিত্রে। দ্বিতীয়বারের মতো আইটেম গানে কণ্ঠ দিলাম। এই গানটির মাধ্যমে আহম্মেদ হুমায়নের সুর ও সঙ্গীতে প্রথম গান গাওয়া হলো। আইটেম গান যেমন হয়, তেমনই হয়েছে। গানটি গাওয়ার উপভোগ করেছি, শোনার সময় শ্রোতারাও উপভোগ করবেন। উল্লেখ্য, রফিক শিকদারের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য পরিচালিত হৃদয় জুড়ে সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন নিরব ও কোলকাতার নায়িকা প্রিয়াংকা। ২৫ ফেব্রæয়ারি সিনেমাটির মহরত হবে। ২ মার্চ থেকে শুটিং শুরু হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন