শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আজ নাগর আলীর কিচ্ছা

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: দৃষ্টিপাত নাট্য সংসদ এর আলোচিত প্রযোজনা ম. আ. সালাম রচিত ও নির্দেশিত নাগর আলীর কিচ্ছা নাটক এর ১৩০ তম মঞ্চায়ন আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭:০০ টায় মঞ্চায়িত হবে। এতে অভিনয় করেছেন ম. আ. সালাম, স্বপন দাস, কাজী আনিস, সালাম বাদল, আকাশ আহমেদ, মুনির হোসেন, এনামুল হক, আইরিস ওয়াদুদ ঝুমু, খন্দকার অভি, মানিক চৌধুরী, দিপঙ্কও দিপু, মো. রফিকুল ইসলাম, রাজিব রাজ, তন্দ্রা রানী, সৈয়দ আলী, মুক্তা খাতুন, মাছুম বাবু, স্নিগ্ধা শ্রাবন, সুজন শাহ্, এম আর আলী, শিল্প, শিশির আহম্মেদ, আজম খান, নিপা ইসলাম, হুমায়ুন কবির হিমু। নদী ভাঙন আর প্রকৃতির নির্মমতায় সহায়-সম্বলহীন, সহজ-সরল যুবক নাগর আলী ক্ষুধা আর দারিদ্রের কষাঘাতে কেবল বেঁচে থাকার তাগিদে বুকভরা আশা আর স্বপ্ন নিয়ে ছোট মামার হাত ধরে ছুটে আসে রাজধানীতে। ভোর বেলা লঞ্চ থেকে নেমে শুরু হয় তার রাজধানী জীবন। দিন যায়-রাত আসে, রাত শেষে আবার দিন-এই সময়টুকুর মধ্যে রাজধানীর ব্যস্ত নাগরিক জীবন সম্পর্কে নাগর আলী’র বিচিত্র অভিজ্ঞতাই এই নাটকের মূল প্রেক্ষাপট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন