শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নতুন ধারাবাহিক পোস্ট গ্র্যাজুয়েট

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এনটিভিতে ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘পোস্ট গ্র্যাজুয়েট’। এটি প্রচার হবে বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৮.১৫ মিনিটে। আসাদ জামান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে : চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, সাজু খাদেম, আজমেরি আশা, শাহানাজ খুশি, জয়রাজ, ফারুক আহমেদ, হাসান মাসুদ, তাসনুভা তিশা, আরফান, ডা. এজাজুল ইসলাম, সোহেল খান, সিদ্দিকুর রহমান, বাবর, আমিরুল হক প্রমুখ। ‘জীবনের শুরুতে একজন যুবক থাকে গ্র্যাজুয়েট ব্যাচেলর। তারপর সে বিয়ে করে। বিবাহিত জীবনে তার সাথে স্ত্রীর ঝামেলা হয়। স্ত্রী তাকে রেখে বাবার বাড়ি চলে যায়। তখন সে হয় বিবাহিত ব্যাচেলর। ব্যাচেলর-বিয়ে-বিবাহিত ব্যাচেলর এই চক্রটাই তার জীবনে ঘুরতে থাকে। বিয়ে পারিবারিকভাবেই হোক আর পালিয়েই হোক, বিয়ে পরবর্তী সময়টা খুবই সংকটময়। সংসারের শুরুটা কারো জন্যই সহজ হয় না। তবে এই কঠিন সময়টা যদি কেউ টিকে যেতে পারে তার সংসার জীবন সুখের হয়। গল্পটি কিছু বিবাহিত এবং অবিবাহিত মানুষদের নিয়ে। তাদের কয়েকজনের কিছুদিন আগে বিয়ে হয়েছে। বিচিত্র সব কারণে তাদের সংসারে অশান্তি হয় এবং সবকিছুর ফলাফল একটাই, বউ চলে যাওয়া। কেউ পালিয়ে বিয়ে করে, আবার কেউ বিয়ের পরে পালায়। মানুষ খুব বেশিদিন পালিয়ে থাকতে পারে না। তাকে আবারো ফিরে যেতে হয় বিবাহিত জীবনে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন