১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষভাগে ভারত আর পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে সেই সময়ের এক বাস্তব ঘটনা নিয়েই এই গল্প। এটি মূলত ভারতীয় ডুবোজাহাজ এস২১ এবং তার নাবিকদের কাহিনী। সেই সময়টাতে নাবিকরা টানা ১৮ দিন পানির নিচে ছিল। পাকিস্তানের ডুবোজাহাজ পিএনএস গাজি ভারতের বিশাখাপট্টম উপক‚লের কাছে এসে পৌঁছে যায় গাজির মিশন ছিল বিমানবাহী ভারতীয় জাহাজ আইএনএস বিক্রান্তকে ধ্বংস করা। কিন্তু বিক্রান্তকে আক্রমণ করার আগেই গাজি রহস্যময় বিস্ফোরণে পানির নিজে তলিয়ে যায়। এই চলচ্চিত্রে দেখানো হয়েছে ভারতীয় এস২১ ডুবোজাহাজটিই পিএনএস গাজিকে ধ্বংস করেছিল। বাস্তবে পাকিস্তান তা অস্বীকার করেছিল। তাদের দাবি ডুবোজাহাজের ভেতরের কোনও বিস্ফোরণ বা মাইনের বিস্ফোরণে সেটি ধ্বংস হয়। অন্যদিকে ভারতীয় নৌবাহিনী সেই সময় দাবি করেছিল তাদের ডেস্ট্রয়ার আইএনএস রাজপুতের আক্রমণে ডুবোজাহাজটি ধ্বংস হয়। এটি এখনও রহস্য রয়ে গেছে আসলে সেটি ধ্বংস কীভাবে হয়েছিল।
‘দ্য গাজি অ্যাটাক’ ফিল্মটির কাহিনীর ৯০ ভাগের বেশি দৃশ্য পানির নিচে। সুতরাং এটি হিন্দি ফিল্মের দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা। ডুবোজাহাজের চাপা পরিবেশ, শিল্পীদের অভিনয়, অ্যাকশন দৃশ্যের চিত্রায়ন আর টানটান উত্তেজনা যুদ্ধের ফিল্মের ভক্তদের ভালো লাগবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন