দিনাজপুর অফিস : গোপন বৈঠককালে দিনাজপুরে জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহে ৬ নারীসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ২ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রোববার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
গত বুধবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হেলেঞ্চা আলিম মাদ্রাসায় গোপন বৈঠককালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৬ নারীসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে। নবাবগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়া মাদ্রাসা কক্ষে গোপন বৈঠককালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে বলে পুলিশের ধারণা। এরা হচ্ছে- নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শিবরামপুর গ্রামের মুশফিকুর রহমানের স্ত্রী রাবেয়া সুলতানা (৩৮), হেলেঞ্চা গ্রামের আবু তাহেরের স্ত্রী জামেনা বেগম (৪০), পূর্ব ফতেপুর গ্রামের এরশাদ আলীর স্ত্রী রহিমা খাতুন (২২), রঘুন্দনপুর (কাঁঠালপাড়া) গ্রামের আবুল হোসেনের স্ত্রী মৌলিদা (৪৫), ভাদুরিয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের ইউনুছ আলীর স্ত্রী মাসুমা (৫৬) এবং বগুড়া জেলার গাবতলী থানার রামেশ্বরপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে আব্দুল আজিজ (৪৫) ও তার স্ত্রী রাবেয়া বাসরী (২৭)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন