শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জহির রায়হান কলম ও ক্যামেরা দিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন -সুচন্দা

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: সম্প্রতি এফডিসিতে জহির রায়হান পরিচালিত কালজয়ী সিনেমা ‘জীবন থেকে নেয়া ও জহির রায়হান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে তার স্ত্রী অভিনেত্রী ও নির্মাতা সুচন্দা উপস্থিত থেকে তার অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, জহির রায়হান আমার কাছে সাহস ও প্রতিবাদের প্রতিচ্ছবি। ঘুণে ধরা সমাজ ও পোড় খাওয়া মানুষের হয়ে তিনি সব সময় লিখেছেন। দেশে যখন আন্দোলন শুরু হলো, তখন আমি সন্তানদের নিয়ে কলকাতায় গিয়েছিলাম। জহির রায়হান একজন মুক্তিযোদ্ধা। তিনি অস্ত্র নিয়ে যুদ্ধ করেননি। তাঁর অস্ত্র ছিল কলম আর ক্যামেরা, তিনি ক্যামেরা নিয়ে ওপার বাংলার এই মাথা থেকে ওই মাথা ঘুরে বেড়িয়েছেন। নির্মাণ করেছেন স্টপ জেনোসাইড, যা দেখে বিশ্ববাসী বুঝতে পেরেছিল, আমাদের ওপর কত নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। সংসারের প্রতি মন ছিল না তাঁর। আমি অনেক কিছু ত্যাগ করেছি এবং আমার সন্তানরাও অনেক ত্যাগ করেছে বাবার জন্য। তার পরও আমি গর্বিত জহির রায়হানের জন্য। জীবন থেকে নেয়া সিনেমা নিয়ে সুচন্দা বলেন, ছবির ভাবনাটা শুরু হয়েছিল লাহোরে। আমি আর জহির লাহোরে গিয়েছিলাম একটি কাজে। সেখানে আমরা দুজন একদিন ছবি দেখতে গিয়েছিলাম। ছবি দেখে আসার পর দেখি, তিনি শুধুই হাঁটছেন আর কী যেন চিন্তা করছেন। তিনি নিজের হাতে লিখতেন কম, বলতেন বেশি, আর চিন্তা করতেন। আশপাশের মানুষের সহযোগিতা নিয়ে লিখতেন। আমি তাঁর কাছে জানতে চাইলাম, কী হয়েছে। তিনি আমাকে বললেন, এখান থেকে গিয়ে এমন একটি ছবি বানাতে হবে যেন পাস্তিানীদের ভিত নাড়িয়ে দেওয়া যায়। সেখান থেকেই এই ছবির পরিকল্পনা হয়। আমিও তাকে সাহস জুগিয়েছিলাম, পাশে ছিলাম। দেশে আসার পর সবই হলো, শুধু তাঁকে হারিয়ে ফেললাম। তিনি বলেন, এটা এমন একটি ছবি যে আমাদের আন্দোলনকে ত্বরান্বিত করেছে, বেগবান করেছে। সারা দেশের মানুষকে অনুপ্রাণিত করেছিল। আমার কাছে অনেক ভালো লাগে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। যদিও তিনি এই স্বাধীনতা দেখে যেতে পারেননি, তবে তাঁর চাওয়া সার্থক হয়েছে। এই ছবিতে যে চাবির গোছাটা ব্যবহার করা হয়েছিল, সেটি আমার সংসারের চাবি। আজ আমি আছি, চাবির গোছা আছে, জহির নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন