কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : কাপ্তাই উপজেলায় কীটনাশকযুক্ত ২৭ হাজার মশারি বিনামূল্যে বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। ব্র্যাক ম্যালেরিয়া ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে ম্যালেরিয়া নির্মূল করার জন্য ২৭ হাজার ৬শ’ ৪৬টি কীটনাশকযুক্ত বিনামূল্যে মশারি বিতরণ করা হবে। কাপ্তাই উপজেলা ব্রাক ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মকর্তা আরিফুল হক বলেন, ইতোমধ্যে সাত হাজার ২৭৯টি মশারি বিতরণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামিতে পর্যায়াক্রমে সরকারী/বেসরকারী কেউ যেন বাদ না যায় সকলকে এ কীটনাশকযুক্ত মশারি বিতরণ করা হবে বলে তিনি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন