বিনোদন ডেস্ক: মাসুম রেজা তার লেখা জীবনের প্রথম উপন্যাস নিয়ে এবারের একুশে বইমেলায় হাজির হয়েছেন। জনপ্রিয় এবং ভিন্নধারার লেখক হিসেবে মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে মাসুম রেজার সুখ্যাতি রয়েছে। লেখালেখির স্বীকৃতি হিসেবে ২০১৫ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। ‘ভাষাচিত্র’ থেকে এবারই তার লেখা প্রথম উপন্যাস ‘তুমুল প্রেমে ছোটভাই’ বইমেলায় প্রকাশিত হলো। হাসির উপন্যাস এটি। মাসুম রেজা বলেন, ‘গত ২০ ফেব্রুয়ারি বইটি মেলায় এসেছে। এত পরে প্রকাশিত হওয়ার পরও পাঠকের কাছ থেকে যে সাড়া পাচ্ছি, তাতে আমি অভিভূত। অনেকেই ফোন করছেন তাদের ভালোলাগা থেকে। আবার কেউ কেউ বইটি পড়ে শেষ করে তাদের মতামত জানাচ্ছেন। লেখক হিসেবেতো এটাই চাওয়া যে উপন্যাসটি পাঠকের পড়ে যেন ভালোলাগে, তাদের মাঝে যেন একধরনের আবেগ, অনুভূতি নাড়া দেয়।’ এদিকে তার রচিত দুটি ধারাবাহিক নাটক এখন দুটি ভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। একটি এসএ হক অলিকের ‘আয়না ঘর’ এবং অন্যটি রাজীবুল ইসলাম রাজীবের ‘ছন্নছাড়া’। মাসুম রেজার জন্ম কুষ্টিয়ায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিদ্যা ও ইলেকট্রনিক্স-এ স্নাতকোত্তর নিয়ে কর্মক্ষেত্র হিসেবে বেছে নেন নাট্যচর্চা ও সাহিত্য। কুষ্টিয়াতে বোধন থিয়েটার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে অনুশীলন নাট্যদল এবং ঢাকাতে তার দেশ নাটক তার নিজের দল। সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষিত নিয়ে শুরু নাট্যরচনা যা অব্যাহত চর্চার মাধ্যমে অর্জন করে নিজস্ব শিল্পমান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন