শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নতুন পাঁচ ধারাবাহিকে বাঁধন

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অভিনয়ই এখন অভিনেত্রী বাঁধনের ধ্যান-জ্ঞান। যে কারণে ডাক্তারি পড়াশোনা শেষ করেও পেশা হিসেবে অভিনয়কেই বেছে নিয়েছেন তিনি। বর্তমানে নতুন পাঁচটি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। ধারাবাহিকগুলো হচ্ছে সৈয়দ শাকিলের ‘সোনার শেকল’, শামীম জামানের ‘ঝামেলা আনলিমিটেড’, সাগর জাহানের ‘ল্যাম্পপোস্ট’, মাসুদের ‘পোস্টমর্টেম’ এবং আশরাফুজ্জামানের ‘স্বদেশ স্যারের গৃহপালিত এলিয়েন’। পাঁচটি ধারাবাহিকে পাঁচটি ভিন্ন চরিত্রে নতুন বাঁধনকে খুঁজে পাওয়া যাবে বলে জানান বাঁধন। বাঁধন বলেন, ‘অভিনয়ে অনেক আগে থেকেই আমি সিরিয়াস। এখন আরো বেশি সিরিয়াস। স্ক্রিপ্ট নিয়ে অনেক ভাবি, পাশাপাশি আমার চরিত্র নিয়েও ভাবি। শুটিং-এর আগে রিহার্সেল করে নিজের অভিনয়কে আরো সমৃদ্ধ করার চেষ্টা করছি। যাতে যে নতুন ধারাবাহিকগুলোতে অভিনয় করছি সবগুলোতেই যেন আমাকে দর্শক নতুনভাবে দেখেন। একটির সঙ্গে যেন আরেকটি চরিত্র কোনোভাবেই যেন মিলে না যায়। একজন অভিনেত্রী হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকেই আমি আমার পেশাকে ভালোবাসি, পেশাকে নিয়ে ভাবি, আমার অভিনয় নিয়ে ভাবি। একজন অভিনয়শিল্পী হিসেবেই আমি আজীবন কাজ করতে চাই।’ এদিকে গত ভালোবাসা দিবসে রিফাত মাহমুদের নির্দেশনায় ‘সখি ভালোবাসা কারে কয়’ নাটকে অভিনয় করেছেন। নাটকটি এটিএন বাংলায় প্রচারিত হয়েছে। এতে বাঁধনের অভিনয় প্রশংসিত হয়। এদিকে বাঁধন সর্বশেষ একটি বহুজাতিক কোম্পানির ফার্নিচারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। জিটিভিতে প্রচার চলতি ‘আজকের অনন্যা’ অনুষ্ঠানেরও উপস্থাপনা করতেন তিনি। কিন্তু অভিনয় নিয়ে তাকে এত বেশি ব্যস্ত থাকতে হয় যে উপস্থাপনাতে আপাতত ছুটি দিলেন নিজেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন