বিনোদন ডেস্ক : সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটির পিকনিকে নিথর মাহবুব একক ও দলীয় মাইম পরিবেশন করেন। মাইম আর্ট ও নিথর মাহবুব এর পরিবেশনায় অনুষ্ঠানে উপস্থিত সবাই মুগ্ধ হন। নিথর মাহবুব এর সঙ্গে মাইম পরিবেশনায় অংশগ্রহণ করে টুটুল, সুধাংশু, শুভ, সবুজ এবং জহির। অনুষ্ঠানে আগত সাংবাদিকদের পরিবারের সদস্যরাও মাইম বেশ উপভোগ করেন, বিশেষ করে শিশু-কিশোররা মাইম দেখে ছিল খুবই উচ্ছ¡সিত। সবার এই আগ্রহ দেখে রিপোর্টার্স ইউনিটি আসছে পহেলা বৈশাখের আয়োজনে টানা দেড় ঘণ্টা নিথর মাহবুব ও তার দল মাইম আর্ট এর মাইম পরিবেশনা রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওই দিনের শো শেষে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সম্মাননা জানানো হয় নিথর মাহবুব ও তার দলকে। নিথর মাহবুব বলেন, ‘এ যাবৎ কয়েকশ’ মাইম এর প্রদর্শনীতে অংশগ্রহণ করেছি, কিন্তু এই প্রদর্শনীর দিনটি স্মরণীয় হয়ে থাকবে। আমি নিজেও পেশায় সাংবাদিক, হাজারেরও উপরে সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের সামনে মাইম পরিবেশন করে এবং সম্মাননা পেয়ে মনে হচ্ছে শিল্পী জীবনের পূর্ণতা পেলাম। আমাদেরকে এই আয়োজনে মাইম পরিবেশন করার সুযোগ করে দেয়ার জন্য ডিআরইউ-এর সাংস্কৃতিক সম্পাদক মিজান ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন