বিনোদন ডেস্ক : আগামী ৩ মার্চ মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘ভুবন মাঝি’। প্রায় দশটিরও বেশি সিনেমা হলে সরকারি অনুদানে নির্মিত এই চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। কুষ্টিয়া এলাকায় মুক্তিযুদ্ধ চলাকালীন সময়কার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা এবং নির্দেশনা দিয়েছেন ফাখরুল আরেফিন খান। এতে ফরিদা চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা এবং বাউল তথা পরবর্তীতে মুক্তিযোদ্ধা নুহির চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত। অপর্ণা বলেন, ‘আমার বাবা-দাদা মুক্তিযুদ্ধ দেখেছেন। আমি বা আমার সমবয়সী যারা আছেন তারা গল্প শুনে কিংবা সিনেমা দেখেই মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছি। যেহেতু ভুবন মাঝি মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এবং যেখানে ঘটনা ঘটেছে, সেখানেই সেই ঘটনার দৃশ্য ধারণ করা হয়েছে, তাতে খুব কাছে থেকেই সবাই মুক্তিযুদ্ধের সেই সময়কার ঘটনা দেখতে পাবেন। এ কারণেই সবাইকে বিশেষভাবে অনুরোধ করব চলচ্চিত্রটি দেখার জন্য। আমি আমার চরিত্রে সর্বোচ্চ চেষ্টা করেছি ফুটিয়ে তোলার জন্য এবং আমি সত্যিই অনেক আশাবাদী চলচ্চিত্রটি নিয়ে।’ এদিকে নিজের শহর চট্টগ্রামে প্রচারণা সিনেমাটির প্রচারণা চালিয়েছেন অপর্ণা। ঢাকায়ও বিভিন্ন প্রচারণায় অংশ নিচ্ছেন। উল্লেখ্য, গাজী রাকায়েত পরিচালিত ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অপর্ণা। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত অন্যান্য চলচ্চিত্রগুলো হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, জাহিদুর রহিম অঞ্জনের ‘মেঘমল্লার’, প্রসুণ রহমানের ‘সুতপার ঠিকানা’। এদিকে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টিভি নাটকেও নিয়মিত অভিনয় করছেন অপর্ণা। আলভী আহমেদের নির্দেশনায় একটি নতুন ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। পাশাপাশি তার অভিনীত গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সংসার’, মিলন ভট্ট’র ‘ইনডিসিপ্লিন’ এবং আর বি প্রীতমের ‘কমিউনিটি’ ধারাবাহিক নাটক নিয়মিতভাবে তিনটি চ্যানেলে প্রচার হচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন