শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

দশ বছর পর বিজ্ঞাপনের মডেল হলেন নাদিয়া

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দশ বছর পর বিজ্ঞাপনে মডেল হলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া। পূজা’র নির্দেশনায় একটি বহুজাতিক কোম্পানীর ইউএইচটি মিল্ক’র বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। গত সপ্তাহে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনটির গল্পে দেখা যাবে ছোটবেলা থেকেই নাচ করেন একটি মেয়ে। কিন্তু বিয়ের পর সংসার জীবনে এতোটাই ব্যস্ত হয়ে পড়েন যে নাচে আর তাকে দেখা যায়না। বিয়ের পরও নাচও যে একটি মেয়ের নিজের আপন ভুবনের ভালো লাগার একটি বিষয় হতে পারে তা অনেকেই মেনে নিতে পারেন না। এক সময় স্বামী তা উপলব্ধি করতে পেরে তাকে বলেন, তুমি আবার শুরু করতে পারো। এমনই একটি গল্পে নৃত্যশিল্পী হিসেবে নাদিয়াকে দেখা যাবে। নাদিয়া জানান বিজ্ঞাপনের গল্প ভাবনা তার খুব ভালোলাগায় বহুদিন পর তিনি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। নাদিয়া বলেন, ‘যেহেতু আমি একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী। তাই বিজ্ঞাপনের গল্পের ভাবনা আমার সাথে বেশ মানায়। যে কারণে আগ্রহ নিয়েই কাজটি করেছি। পূজা যত্ন নিয়ে কাজটি করেছেন। আমি সত্যিই খুব উপভোগ করেছি শুটিংয়ের সময়। সেইসাথে আশা রাখি বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে।’ নাদিয়া জানান আসছে নারী দিবস থেকেই বিজ্ঞাপনটি দেশের প্রায় সবগুলো চ্যানেলে প্রচারে আসবে। সর্বশেষ দশ বছর আগে নাদিয়া একটি বিউটি সোপ’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন