বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

কুড়িগ্রামে দরিদ্র নারীদের খাদ্য ও পুষ্টি নিশ্চিতে মতবিনিময়

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : ‘পুষ্টি চালে হয় গঠন, সুস্থ্য শরীর সুস্থ্য মন’ এই প্রতিপাদ্যে রোববার কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী, ভুরুঙ্গামারী, সদর ও রাজিবপুর উপজেলার ১৪ হাজার ৭৮০ জন দুস্থ্য মহিলাকে ভিজিডির কর্মসূচির আওতায় এনে পুষ্টি সচেতনতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই পুষ্টি কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ভিজিডি কর্মসূচির আওতায় বাংলাদেশ সরকার মাইক্রো নিউট্রিয়েন্ট ইনিশিয়েটিভ ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সহায়তায় রাইস ফর্টিফিকেশন (পুষ্টি চাল বিতরণ) এই কার্যক্রম বাস্তবায়ন করছে। জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব বেগম রায়না আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডবিøউএফপির প্রোগ্রাম অফিসার ড. মাহবুবুর রহমান, মাইক্রো নিউট্রিয়েন্ট ইনিশিয়েটিভ কর্মকর্তা আশিক মাহফুজ, রংপুর বিভাগীয় খাদ্য কর্মকর্তা রায়ানুল কবির, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, জেলা খাদ্য কর্মকর্তা মহিবুল হক, সলিডারিটির নির্বাহী পরিচালক এস এম হারুন-অর-রশীদ লাল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা আকতার, ভিজিডির উপকারভোগী সুলতানা পারভীন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন